*তোমার রাখি*
✍️ডঃ উৎপল গিরি
হলদে সুতোর মৈত্রীর চিহ্ন
দিয়েছিলে তুমি বেঁধে,
মানবতার সম্প্রীতি আজও
বয়ে চলেছ তোমার কাঁধে।
জাত-পাত, হিংসা ভুলে
বাহুডোরে বাঁধলে তুমি ।
সহস্র বোন-মা'র দায়িত্ব
আজও তোমার চরণ চুমি।
তোমার রাখি কলুষিত আজি
ফেরাও তাহার মান।
সে বাঁচলে,বাঁচবে বোনেরা,
ফিরে পাবে আত্মসম্মান ।
ধর্ষকদের চিতায় তুলে
মাটিকে শুদ্ধ করা চাই।
তোমার রাখি বলুক হাঁকি
সহস্র কোটি আমার ভাই।