*স্বপ্নের মেঘ বালিকা*
✍️ ডঃ উৎপল গিরি

আমি যখন স্বপ্ন দেখতাম
মেঘের সাথে, রঙের মেলায়,
একদিন এক মেঘবালিকা
জিজ্ঞেস করল হাসিমুখে,

“এই যে কবি,
তোমার ছন্দ কোথায় ?"
আমি বললাম,
"বাতাসে ভাসে,
মেঘের গায়ে লুকিয়ে থাকে!"

সে বলল, “ছন্দ কোথায়?
বলবো না তোর কথা আমি।
লেখা যদি থাকে মনের ভিতর,
দেখিয়ে দে আজ, কবিতাখানি।”

আমি বললাম, “শুনবে তবে?
ছন্দে ছন্দে ভরিয়ে দেব!
তোমার জন্য, মেঘের দেশে
এক নতুন রূপক সাজাব।”

সে বলল, “তবে লিখতে হবে,
মেঘের মতো নরম ভাষায়।
যা দেখে পাখি গাইবে গান,
বৃষ্টি আসবে নাচতে আশায়।”

আমি লিখতে বসলাম তাড়াতাড়ি,
মেঘের রঙে ছড়াল কালি।
শব্দগুলো মেঘের পালক,
ভাসিয়ে দিল মনবিহঙ্গ।

লেখার শেষে তাকিয়ে দেখি—
মেঘবালিকা নেই তো কাছে!
শুধু রয়ে যায় মেঘের আকাশ,
তাতে খেলা করে রূপক-আলো।

তখন শুনি বৃষ্টির ধারা,
ঝরঝরিয়ে বলে যায় কথা,
“মেঘবালিকা আমি নই আর,
বৃষ্টি হয়ে ছুঁই সব তারা।

তুমি কবি, থামো না শুধু,
লিখতে থাকো, ছন্দের খেলা।
মেঘ, বৃষ্টি আর সূর্যিমামা—
তোমার কথায় হাসবে সারা!”

এভাবে আমি রচনা করি,
মেঘের রূপে বৃষ্টির ছন্দ।
জীবনের এই রূপক গল্পে
মেঘবালিকা থাকে অনন্ত।