স্বাধীনতা মানে
✍️ ডঃ উৎপল গিরি
স্বাধীনতা মানে
নীল সাগরের ঢেউয়ে
তিমির চারণভূমি ।
স্বাধীনতা মানে
নীল দিগন্তের ওপারে
বিহঙ্গের আবেশ ভূমি ।
স্বাধীনতা মানে
স্বেচ্ছাচারিতা ভুলে -
ভালোবেসে কাছে আসা।
স্বাধীনতা মানে
সমষ্টির ক্ষতি না করে
উদার চিত্তের ভাষা।
স্বাধীনতা মানে
অতীতের দেশের ঐতিহ্যকে
বুকের সংগোপনে রাখা ।
স্বাধীনতা মানে
বিপ্লবীর রক্তে রাঙা
জাতীয়তাবাদী পাখা।
স্বাধীনতা মানে
শ্রমের ন্যায্য মূল্য
ও সমান অংশীদার।
স্বাধীনতা মানে
সম্মানের সাথে
বেঁচে থাকার অধিকার।
স্বাধীনতা মানে
নিজের মধ্যে সমাজ পথিকের
মনন দিকটা খোঁজা।
স্বাধীনতা মানে
স্বরলিপির সাথে
আসল সত্যটা বোঝা।