শিশু দিবসের মানে
✍️ডঃ উৎপল গিরি

যে শিশুটি ধুলো মেখে,
পথের ধারে হাঁটে একে,
ক্ষুধার জ্বালায় ফাটে বুক,
বাঁচার চেষ্টায় মিথ্যে সুখ।

ভাঙা পেন্সিল হাতে নিয়ে,
স্কুলের কথা ভাবে কিয়ে,
বইয়ের গন্ধ পায় না আর,
পেটের ক্ষুধায় ভাঙে ছার।

রোদে পুড়ে, বৃষ্টির জলে,
তবু খোঁজে জীবনের দলে,
ময়লা কাঁধে, ভাঙা ছাতা,
নীরব থাকে কষ্ট-গাঁথা।

ফুটপথ যার জীবনের ঘর,
হারায় দিনে সপ্তস্বর।
(তাদের কাছে) ভিন্ন অর্থে,
চিরকালই এই ১৪!

যে শিশুটি লরি ঠ্যালে,
ইটের বোঝা বয়ে চলে,
মজুর নামে বড় হয় সে,
শিশু ভোলায় জীবনের শেষে।

ফুচকা বেচে, বাসন মাজে,
কোথায় সে দিন খুঁজে পায় যে?
(তাদের কাছে) উৎসব মানে,
জীবন নিয়ে ঝড়ই গানে।

বলতে পারো, জানে কখন?
শিশু দিবস কী অর্থে আপন?
এই শিশুদের চেনো কই,
আসো না কাছে, ভাঙো বই।