** প্রিয় নেতাজী **
কলমে- ডঃ উৎপলগিরি
'চলো দিল্লি চলো'
রণহুংকারে আজাদ হিন্দ
বাহিনী তোমাকে খুঁজছে।
' তুম মুজকো খুন দো' ধ্বনিতে
হাজারো শহীদের রক্ত
আজও তোমাকে খুঁজছে।
১৪ ই আগস্ট মধ্যরাতে
তোমার জীবন্ত স্বপ্নরা
আজও তোমাকে খুঁজে ।
বৃষ্টি ভেজা সকালে
' প্রভাত ফেরী'তে
খোকন রা তোমাকে খুঁজে।
তুমিই বুঝিয়েছ
সারা পৃথিবীতে
ভারতবর্ষ দুর্জয়ের ঘাঁটি।
তুমিই বুঝিয়েছ
সোনার ভারতবর্ষ
শোষিতের রক্ষার মাটি।
অতৃপ্ত ভারতবাসী
আজও তোমায় খুজে
প্রতিবাদের রক্ত স্রোতে।
তোমার রণকৌশল
তোমার দীপ্ত কন্ঠ
ধ্বনিত হয় প্রতি প্রভাতে।
তুমি রাঙিয়ে দাও
আমাদের রক্ত,
তোমার স্বপ্নে ও স্বাধীনতায়।
তুমি ফিরে এসো
আমাদের মজ্জায়
অব্যর্থ পুনঃস্বাধীনতায়।