*ও মেয়ে এই পথে যাসনে*
✍️ ডঃ উৎপল গিরি
ও মেয়ে এই পথে যাসনে
একটু পরেই হবে সন্ধ্যে!
কামনার বৃষ্টিতে ভিজিয়ে
ধুয়ে যাবে হরিণীর ছন্দে।
ও মেয়ে এই পথে যাসনে
কাজল কালিমা সেই চুল কে ,
সুডৌল বর্ণাভ এ দেহে
নিতম্ব করে বহু ভুল কে ।
ও মেয়ে এই পথে যাসনে
মাদকতা আসক্ত হায়না;
মুছে দেবে তোর সব স্বপ্ন,
আগামীর সেই গড়া বায়না।
ও মেয়ে এই পথে যাসনে
কামনার ঝলসানো আগুনে
ওরা তোকে শেষ করে ফেলবে
ওই পথে আর তুই যাসনে ---!
ভাবছো কেন মা তুমি বড্ড ?
ওরাই তো বেঁধেছিল 'রাখি' তে
ওরাই তো আগামীর আলোকে
মুছে দেবে সব দুখ আঁখি তে !
ভাবছো কেন মা তুমি বড্ড ?
কঙ্কন হয়ে আমি বাজবো
সন্তান কোলে নিয়ে দিব্যি
বীরাঙ্গনার মতো সাজবো।
ভাবছো কেন মা তুমি বড্ড ?
পৃথিবী টা ভরে যাবে আলোকে
মানুষ কে বাঁচানোর চেষ্টায়
কালো নয় ডেকে নেব ভালো কে।