নীহারিকা সুনিতা
সুদূর মহাকাশের অতল গভীরে,
অন্ধকার চিরে এক নারী নির্ভীক,
তার স্বপ্নের ডানা প্রসারিত আকাশে,
জয় করলো অজানার প্রতিটি দিক।
তার পদচিহ্ন আটলান্টিকের বুকে,
তবু হৃদয়ে তার ভারতবর্ষ জাগে,
রক্তে মিশে আছে গঙ্গার ধারা,
বিজ্ঞান সাধনায় শপথ লাগে।
তার চোখে জ্বলছে নক্ষত্রের আলো,
স্বপ্ন দেখায় এক নতুন যুগের,
নারী শুধু সংসারের বন্ধন নয়,
সে-ও পারে ছুঁতে মহাকাশ সুগভীর।
কুসংস্কারের কারাগার ভেঙে,
নতুন পথের দিশা সে আনে,
মানবতা আর জ্ঞানের দীপশিখা,
তাই তো তার কর্মগাঁথা টানে।
ওগো নীহারিকা, ওগো মহাজাগতিকা,
তোমার পথে চলবে আগামীর প্রজন্ম,
তোমার জয়গান ধ্বনিত হবে,
বিজ্ঞান, দেশপ্রেম আর সংগ্রামে সমান তম।
তুমি এক সেতু পৃথিবী-মহাকাশের,
তোমার পতাকা উড়ুক নীল শূন্যে,
ভারতীর গর্ব, বিশ্বের আলো,
তুমি সুনিতা, এক চিরন্তন উজ্জ্বল গাঁথা।