মুখোশের শহরে

যত মানুষ চিনেছি, তত একা হয়েছি,  
নিঃসঙ্গতার আকাশে একা পাখি হয়ে উড়েছি।  
হাত বাড়ালেই ছিল অসংখ্য মুখ,  
কিন্তু প্রতিটি মুখের নিচে ছিল আরেক মুখ।  

হাসির আড়ালে লুকানো বিষাদ,  
নম্রতার আড়ালে লোভের খেলা।  
প্রেমের নামে প্রতারণার গল্প,  
বন্ধুত্বের আড়ালে স্বার্থের মেলা।  

আমি চেয়েছিলাম হৃদয়কে পড়তে,  
শুধু চোখের ভাষা দিয়ে চিনতে।  
কিন্তু চোখের আয়নাতেও মুখোশ আঁকা,  
ভালোবাসার নামে অভিনয়ের যন্ত্রণা।  

একদিন হঠাৎ বাতাসে ওড়ে মুখোশ,  
আমি দেখি পরিচিত মুখের অপরিচিত ছায়া।  
যার হাত ধরেছিলাম নির্ভরতার আশায়,  
সে-ই ঠেলে দিয়েছে গভীর অন্ধকারে।  

তাই আজ একা পথের সঙ্গী আমি,  
ছায়ার সাথে কথা বলি, নীরবতার গান গাই।  
আর কাউকে চেনার প্রয়োজন নেই,  
কারণ মুখোশের পেছনে কেউ সত্যি নেই!