"মৌসুমী"
কলমে- ডঃ উৎপল গিরি

'মৌসুমী'
তুমি জানো না
তোমার অনাদরে
  বসুধা হয় কাক বন্ধ্যা।
  তুমি বুঝি ভুলেছ
  ঘনঘটা মেঘের পলকে
  ভ্রান্ত বিদ্যুতের ঝলকে
   পৃথিবী হয় জব্দা।
   তুমি বুঝি অভিমানীর সুরে
   দেখতে চেয়েছ
   বুভুক্ষু মানুষের
   কঙ্কালের স্তূপ।
   তুমি বুঝি ভুলেছো
  উচ্ছ্বসিত ক্ষুধার় জ্বালা
   অভিমান প্রাচীরে
  মুখ থুবড়ে চুপ।
  তুমি স্বপ্নেও ভাবনি
  মাটির মানুষের
  ভাবনার দুর্গ থেকে
  একটি একটি খসে যাবে।
  তুমি অনুভবও করনি
  শত সহস্রাব্দের
  হৃদয় অনুভূতি
   সব টুকরো টুকরো ----