*মজুর*
✍️ ডঃ উৎপল গিরি।

ছলাৎ ছলাৎ ঢেউয়ে
যাচ্ছে ভেসে ধানের আঁটি,
কাঁপুনি ধরা বর্ষায় ভিজে
রোপন করে হচ্ছে খাঁটি ।

খাবার সময় কোনরকম
যদি পেঁয়াজ-পান্তা জোটে,
সংসার খরচ,ডাক্তার খরচ,
পেটের খরচে নাভিশ্বাস উঠে।

গ্রীষ্মের দাবদাহে ফসল ফলে
রক্ত মাখা ঘামে ;
সোনালী ফসল গুদামে যায়
নামে মাত্র দামে।

সর্বহারার সবই হরণ হয়,
বেচা-কেনার হাটে।
মুটে-মজুর থেকেই যায়
শূন্য রিক্ত বাটে।