*লাল পাহাড়ি মাটি*
✍️ *ডঃ উৎপল গিরি*
এই লাল পাহাড়ির মাটি রে, রক্তে গড়া গাঁ,
তুই ছ্যাইড়া গেলি কেন? কই তোর যাওয়া ঠাঁ?
সোনাঝ্যুরি জঙ্গলে হাওয়া, মিঠে গন্ধে ভরা,
তুই কই লুকালি রে, মনটা ছাইড়া সারা?
পাহাড়ি গানে বাজে বাঁশি, ঝর্ণার ঠান্ডা ঝর,
রাঙামাটি ডাকে তোকে, তুই কেন বহুদূর?
তুই কি পাইলি রে, এ দ্যাশ ছ্যাইড়া গিয়ে,
ফ্যিরে আয়, ফ্যিরে আয়, দ্যাশ দ্যাখে রে চেয়ে!
রোদের সোনায় মাঠের বুকে, আলো পড়ে ঝলমল,
এই মাটি তোকে ডাকে রে, প্রাণের মধুর দল।
তুই লাল রে যাসনে দূরে, সুখ পাইবি নে আর,
ফ্যিরে আয় লাল পাহাড়ে, মন চাইছে বারবার!
তোরে ছাইড়া বাঁশি বোবা, সুরও আজকে থেমে,
এই পাহাড়ি মাটি ছ্যাইড়া তুই থাকবি কেমনে?
তোর চলার পথে ডাকছে রে, সোনাঝ্যুরি বন,
ফ্যিরে আয় লাল পাহাড়ে, এখানেই তো মন!