*ক্ষুদিরাম*
✍️ *উৎপল গিরি*
তিন মুঠো ক্ষুদে তোমার জন্ম পত্রিকা,
বাংলার দামাল ছেলে তুমি।
তোমার নির্ভীকতার অসহ্য খোচায়
নাড়িয়ে ছিলে ইংরেজি ভূমি।
দেশমাতৃকার চরণ তলে
হাজারো স্বপ্ন দিয়ে বলি;
চেতনার বোমা ফাটালে তুমি
নব জীবনের গান ভুলি।
ফাঁসির মঞ্চে গাইলে তুমি
ভারত মাতার স্বাধীনতার গান ।
কথা দিলে ফিরবে তুমি
মাসির কোলে,নবজাতকের প্রাণ।
হয়তো বা তুমি ফিরে ছিলে,
চিনতে পারেনি তোমায় কেউ।
দেখতে তুমি ফিরে এলে -
আছড়ে পড়তো আন্দোলনের ঢেউ।