*যীশুর বার্তা*
✍️ ডঃ উৎপল গিরি

যীশুর কথা, ভোলায় কী সই?  
অন্যায় দেখে ক্ষান্ত রই।  
ক্রীতদাসদের মুক্তির তরে,  
দাঁড়ালেন তিনি ন্যায় ঘরে।  

রোমের শোষণ, লোভের ধারা,  
তাঁর বাণীতে ভেঙেছিল কারা।  
বললেন, “ভোগ নয়, সেবা করো,  
মানবের দুঃখ তোমরা হরো।”  

কিন্তু, সহস্র বছর সেই শোষণ,  
গরিবের ঘর, দুঃখের মোহন।  
শ্রমিকের ঘামে গড়ে যে সুর,  
ঘুমিয়ে থাকে তার সুখ-দুর।  

যাঁর জন্মদিন, ধুমধাম বেশ,  
তাঁর বার্তা কি আজও শেষ?  
ক্ষুধার্ত শিশু, কেকের অভাব,  
মানবতার এ কি হলো স্বভাব?  

যীশু শেখান, প্রেম আর ত্যাগ,  
অন্যায়ে করো প্রতিবাদের দাগ।  
তাঁর পথ ধরেই লড়াই করি,  
শোষণ ভেঙে মুক্তি গড়ি।  

তবেই হবে তাঁর জন্মদিন,  
সত্যের পথে জীবনের বিন।  
তাঁর আদর্শে গড়া হোক সাথ,  
হাসি ফিরুক এই পৃথিবীর পাঠ।