* গোপনীয়তা *
কলমে - ডঃ উৎপল গিরি
           (১)
তোমার গভীর প্রত্যাশার
চোখ দেখে বুঝেছি
  হৃদয়ের ভাষা- - -

তুমি বলতে চাইলেও
বলি-বলি করে
বলতে পারবে না
কোনদিন ----

এ ভাষা শুধু তোমার নয়
শত সহস্র মায়ের
  বুক চিন চিন
   করে ওঠা শব্দ।
তবু, তোমরা থামবে----?
          (২)
" উঃ! হুঁ !
কই  কিছু-না-তো?
আমি বেশ আছি! "
          - - - -
এমনি করে তোমরাই পারো
ক্ষতদেহে হাসির প্রলেপ লাগাতে।

আমরা কেবল আঘাত দিয়ে  
  আত্মহননের দিশা দিতে পারি- - -!