***এটাই বাস্তব ***
কলমে - ডঃ উৎপল গিরি
ভাবতে বড়ই ভালো লাগে
নেই তো কোন মানা;
প্রেমের পক্ষীরাজ হয়ে
মেলে দিতে চাই ডানা।
আমি ভাবি ফুল হয়ে
মিষ্টি সুবাসের ভিড়ে ;
তোমার হৃদয় ভরিয়ে দিয়ে
হারিয়ে যাবো সুখের নীড়ে।
হঠাৎ আমি পাখি হয়ে
উড়ে বেড়াই গান গেয়ে ;
আকাশ পানে চেয়ে দেখি
রৌদ্রে পুড়ে যায় আঁখি।
যদি মেঘ হয়ে উড়ে যেতাম
সারা পৃথিবীর কানায় কানায়
বৃষ্টি সুধা ভরিয়ে দিতাম
প্রাণের সোহাগ ছড়িয়ে দিতাম।
হঠাৎ দেখি রোদের ছ্যাঁকা
গাছ, সবজি নুইয়ে বাঁকা।
ভোগবাদী পণ্যের লেলিহান শিখা;
রক্ত, চর্মের পোড়া যায় দেখা!
এটা কল্পনা নয় , সত্যিই বাস্তব!