এমন যদি হতো
পৃথিবীটা হতো নির্মল,
তাজা হতো ফলের সুবাস,
মিষ্টি হতো নদীর জল।

গগনে ভাসতো সোনালি আলো,
বাতাসে থাকত শ্যামল গান,
শ্রমের ঘামে গড়া সভ্যতা
হত সুখের পবিত্র স্থান।

বিদ্বেষ হিংসা থাকত না,
রক্তমাখা যুদ্ধের পথ,
মানুষ পেত ভালোবাসা,
নিঃস্ব পেত ন্যায়ের রথ।

ধনীরা বিলিয়ে দিতো ধন,
কেউ থাকত না অভাবী,
ভাতের অপেক্ষায় ক্লান্ত শিশু
রাত কাটাত না নিরবধি।

সকল হাতে থাকত কাজ,
সকল মুখে থাকত হাসি,
দুঃখের ভার ভেসে যেত,
সমতার আলোয় রাশি রাশি।

সাম্যের অধিকার ফুটত ফুল,
মানবতা পেতো তার ঠিকানা,
শোষিতের কান্না মুছিয়ে দিয়ে
জেগে উঠত নতুন যুগের আনা।

এ স্বপ্ন যদি সত্যি হতো,
পৃথিবী হতো ধ্রুবতারা,
ভালোবাসার সুরে বুনতাম
মানবতার নতুন ধারা।