*এযুগের কৃষ্ণ*
✍️ ডঃ উৎপল গিরি

সে আর বাঁশি বাজায় না আজ,
নদীর ধারে গোপীদের মাঝে
হারিয়ে যায়নি প্রেমের সুরে—
তার চোখে আগুন, বুকে ঝড়,
সে দাঁড়িয়েছে অন্য রূপে!

এযুগের কৃষ্ণ কারখানায়,
কলের শব্দে বাজে তার গান,
শ্রমিকের ঘামে, রক্তের দামে
সে খুঁজে ফেরে নব অবদান।

সে রাখাল নয়, এক সংগ্রামী,
গরিবের দুঃখ তারই ব্যথা,
সে দেখে ক্ষুধার্ত শিশুর মুখ,
সে শোনে রুদ্ধ নারীর কথা।

সে আসে হাত ভরে বিদ্রোহ নিয়ে,
শাসকের শৃঙ্খল ভাঙতে চায়,
বৈষম্যের পাষাণ গুঁড়িয়ে দিয়ে
সমতার মন্দির গড়তে চায়।

এযুগের কৃষ্ণ বাঁশি নয়,
তুলে নিয়েছে বজ্র কণ্ঠস্বরে,
সত্যের জন্য, মুক্তির তরে
সে জাগে শ্রমিকের হৃদয় ঘরে!