*দৃশ্য দূষণ: এক সামাজিক দায়*
নগরজীবন মুখর আজ বিজ্ঞাপনের রঙ্গে,
আকাশ-মাটি শুধু বিজ্ঞাপনের সঙ্গে।
চোখে পড়ে বারবার, ছবি খানি অশালীন,
মানবতার কণ্ঠস্বর রয়ে যায় আজ মলিন।
নগ্নতার প্রদর্শনী, বিকৃত এক ব্যাকরণ,
বাণিজ্যের দাস আজ সৌন্দর্যের মূল্যহরণ।
নারী নয়, পণ্য যেন সেই ছবির উপস্থাপন,
সংস্কৃতির মঞ্চে আজ কোথায় তার সমাধান?
দৃশ্য দূষণ আইন তাই ন্যায্য এক চাহিদা,
শোভা-শৃঙ্খলা ফিরে পাক শহর আর নিভৃতা।
শিল্প হোক শুদ্ধ, হোক বিবেকের প্রতিচ্ছবি,
নারী হোক শক্তি, নয় কেবল মোহের অভিপ্রায়।
কোথায় হারাল সেসব শিল্পীর মানবতা,
যে শিল্পে ছিল ন্যায়, আর সত্যের প্রণতা?
কেন আজ শিল্প শুধু পণ্য বিক্রির হাতিয়ার,
দেখা দাও, সুবিচার, তোমার তীক্ষ্ণ ধার।
তাই বলি, বন্ধ হোক নগ্নতার প্রদর্শন,
চেতনার আলোতে জাগুক নতুন এক আন্দোলন।
মানুষ হোক মানুষ, নয় পণ্যের দাস,
চলুক একে-একে মুক্তির নিঃশ্বাস।