(৫১)

           ** দোলা **
   কলমে- ডঃ উৎপল গিরি

আমি ভেবেছিলাম
সাহিত্য আমাকে উপোসী করবে না;
কামুকতা আমাকে আঁচড় কাটবে না ;
তবু,
সমাজবৃত্তের নানা প্রশ্ন
ঢুকরে ঢুকরে আমায় শেষ করল  -----  !
শুধু ,
মানবিকতার আলো
আমাকে দেখালো
বুভুক্ষু মানুষের
কঙ্কালের মিছিল ।
আবার ,
এ-ও দেখলাম
সত্যকে ধামাচাপা দিতে,
বিকট শব্দ আর আনন্দ কল্লোল!
তবু ,
নির্লজ্জ ভাবে বলি
বিশ্বায়নে আমরা স্বয়ং সম্পূর্ণ
দরিদ্র বীর সৈনিক !
আমি চললাম ,
জীবিত থাক
ঘর্মাক্ত কঙ্কাল
আর শ্রেণী সংগ্রাম।

রচনাকাল -
২৫/০৩/২০০৩