চোখের জলের দাম তোমাকে দিতে হবে,
স্মৃতির শহরে যে আগুন জ্বলে রবে।
বেদনার কালি যে লিখেছে ইতিহাস,
তার প্রতিটি অক্ষরেই লুকানো বিশ্বাস।
তোমার পদচিহ্ন আঁকা যে পথ,
সেইখানে রক্তে ভিজেছে মাটির নকশা।
শপথ ছিল, স্বপ্ন ছিল, আশার প্রদীপ,
তবু কেন ঝরে গেল জীবনের ভাষা?
তোমাকে দিতে হবে প্রতিটি ব্যথার মূল্য,
বুকের তপ্ত শ্বাস, নীরবতার উষ্ণতা।
যে চোখের জল ছিল ভালোবাসার ছোঁয়া,
তারই দাবী করে ন্যায়ের প্রহরী হওয়া।
তুমি শুনবে কি সেই কান্নার ধ্বনি?
যেখানে প্রতিটি অশ্রু এক একটি কবিতা।
অন্যায়ের দেয়ালে আঘাত হানবে
একদিন এই জলের বন্যা।