*** চড়ক ***

অগ্নি নৃত্য, শিবের বিয়ে
ছুরির উপর লাফিয়ে দিলে,
বড়শি কাটা জিভে বিঁধে
ঝাঁপ দিলে আর দন্ডি নীলে।

চড়ক গাছে পতিত ভাসে
দ্বিধা-দ্বন্দ্ব হিংসা ভোলে ;
হে ভৈরব, বৈশাখী তুমি
থেকো পতিতের ভালে !
14/04/23