* চলো যাই উল্লাসের দেশে *
     কলমে  - ডঃ উৎপল গিরি

চলো যাই উল্লাসের দেশে
সাগর পাড়ে বেড়াই অবশেষে;
সবুজ প্রবীণ ধান ক্ষেতে
দোলা দেয় বাতাস এসে।

যেখানে হারাবার নেই কোন ভয়
মনিপুরের সম্ভ্রমকে করে জয়;
সেই দেশে চলো যাই
আহা,আর দেরি নয়।

যেখানে লুটায় না বিবস্ত্র 'মা'
লাশ হয়না গঙ্গায় শুদ্ধ ;
শোষণ - পীড়নের অভিনব খামে
দেশের বণিক ঘটায় না রাজযুদ্ধ।

দূষণ হীন, নৈতিকতার পাহাড়
অমৃত সঞ্জীবনী সুধায় মেশে
চলো যাই উল্লাসের দেশে
তেপান্তরের মাঠের পাশে ।
------------