নিশ্বাস থেমে আসে,
হাসি মুখে ব্যথা বাসে,
চাকরি হারা সেই ছেলে—নিস্তব্ধ নিরাশে।

রেল লাইনের ধারে,
চোখ দু’টি জলে ভরে,
স্বপ্ন গুলো ভেঙ্গে গিয়ে পায়ে পায়ে পড়ে।

বুকের মাঝে কান্না,
কে শুনবে তার দুঃখের- পান্না?
সময় যেন দাঁড়িয়ে, দেয় না কোনো প্রমাণ।

হাতে তার ডিগ্রি ছিল,
চেষ্টারও ছিল না ভুল,
তবুও গলা চেপে ধরলো বেকার কালো ঝুল।

বন্ধু নেই, ডাক নেই, মৃত্যু নেই
আত্মীয়ের খোঁজ নেই,
যেন সমাজ বলে দেয়—
“তুই এখন বেঁচে নাই।”

অবশেষে একদিন,
বসে রইলো নির্জন রেল-দিন,
ভোরের আলো বলে,
“যেও না ও পথ তিন।”

ঝড় যেমন ভাঙে ডাল,
তবুও ফেরে পল্লবের গাল,
তেমনি ফিরে আসুক
ছেলেটার সম্ভাবনার কাল।

জীবন থেমে যায় না,
আলো আঁধার পেরিয়ে  না চায় ,
রেল লাইনের পথেও ফিরুক আশা, চায় না বাঁচা?

তাই তো নতুন গান,
জীবনের জয়গান,
ধ্বংস পেরিয়ে গড়ি এক স্বপ্নের মহান অভিযান।