তুমি অমর আলোর দীপ,
তুমি জাতির গৌরবগাথা,
নম্র হৃদয়ে দীপ্ত বিবেক,
তুমি মানবতার ত্রাতা।
তোমার কন্ঠে জাগ্রত গান,
তোমার হাতে বিপ্লবের মানচিত্র,
তুমি শোষণের বিরুদ্ধে বজ্র বজিকা,
তুমি দিগন্তের আলোক শিখা।
তুমি রক্তে লিখেছ ইতিহাস,
তুমি ত্যাগে গড়েছ সেতু,
তোমার বুকে অনন্ত সাহস,
তুমি স্বাধীনতার মূর্ত প্রতীক।
শান্ত তুমি, তবু ঝড়ের মত,
স্নিগ্ধ তুমি, তবু অগ্নি দহন,
তুমি গুরু, তুমি বন্ধু,
তুমি মানব সভ্যতার চিরপথিক।
ভারতমাতার তুমি দীপ্ত সন্তান,
শোষিতের দুঃখে ভাঙে তোমার প্রাণ,
তুমি নবজাগরণের পুরোধা,
তুমি যুগ যুগান্তরের প্রাণ।
তোমার দীপ্ত যাত্রা অনন্ত বয়ে চলুক,
নির্ভয়ে জ্বালো প্রতিরোধের মশাল,
বীর সৈনিক, তুমি মানবতার গান,
তুমি যুগের মর্মস্পর্শী প্রাণ।