বিচার চাই----!
✍️ ডঃ উৎপল গিরি

মুঠো আলগা করে
মিডিয়ায় চেতনা নাশক;
জাগ্রত মূল্যবোধ, বিবেক
আজ ঝিম ধরা ঘাতক।

ধনতন্ত্রের নগ্ন কঙ্কালে
গণতন্ত্রের শীল মোহর।
নীতি- শিক্ষা, যুক্তি- চিন্তা
ধর্মীয় চিন্তার প্রহর।

ধর্ষণ- অবাঞ্ছিত মৃত্যু
প্রতিদিন একটি অথবা দুটি!
স্লো-পয়জন, মাদকতা
সুন্দর জীবনের ছুটি।

ওঠো,জাগো দুঃশাসনের
করো শেষ প্রতিকার।
মা-বোনের সম্মান রাখতে
এবার চাই বিচার।