* ভীষণ একা *
কলমে - ডঃ উৎপল গিরি
প্রিয় বন্ধু 'রেডিও' হারিয়ে
জানালার পাল্লা ধরে
মিশে যাই দূর দিগন্তে
থরথর কাঁপে বুক।
হৃদয়ের শূন্যতায়
বোধ করি
আমার রক্তাক্ত কলিজা
কেউ বাম হাতে ধরে
দূরে -------- !
সারাদিন টেবিলের
এক প্রান্তে আছি বসে;
সাদা কাগজে
পেন্সিলের ছবি
বিবর্ণ হয়ে আসে !
উলম্ব দেওয়ালে
ছবি দেখতে দেখতে
কল্পনার চোখে
জল আসে - - -
এখন ভীষণ একা !