ভালোবাসায় ভালোবাসে, বেঁধে যে রাখে,  
তার ছোঁয়ায় প্রাণ জাগে, ব্যথা সব ঢাকে।  
চোখের ভাষায় বলে সে যত কথা,  
তার সঙ্গে কাটে না কোনো একলা রাত।  

তুমি আকাশ, আমি বাতাস, মিশে যাই বুকে,  
তোমার হাসিতে দেখি রঙিন সুখের রূপকে।  
তুমি রোদ্দুর, আমি ছায়া, একসাথে পথচলা,  
তোমার হাতে হাত রেখে পৃথিবীও আপন লাগে।  

ঝড় এলে দু’জনেই থাকি পাশাপাশি,  
ভালোবাসার বাঁধনে শক্ত হয়ে রাশি রাশি।  
সময় থেমে যায়, তবু মন রয়ে যায়,  
তোমার স্পর্শে জীবন স্বপ্ন হয়ে যায়।  

ভালোবাসায় যে ভালোবাসে, সে ছাড়ে না,  
হাজার দূরত্বও হৃদয় থেকে হারায় না।  
তুমি আমি একসাথে, চিরকাল এ পথ চলি,  
ভালোবাসায় মোড়া থাকুক আমাদের এই কবিতাখানি।