**ভালোবাসা* *
তুমি বলো, বৃষ্টি ভালোবাসো ;
আমি বলি, তবে চলো—
একসাথে ভিজে আঁকি রং,
মেঘের ছোঁয়ায় আঁধার টলো।
তুমি হবে সজল ধারা,
আমি তারই তৃষ্ণা হারা।
তুমি বলো, আকাশ ভালোবাসো ;
আমি বলি, তবে উড়ো—
নীল সীমাহীন শূন্যতায়,
স্বপ্নের ডানা মেলে ধরো।
তুমি হবে উজ্জ্বল রোদ্দুর,
আমি তোমার সঙ্গী হবো।
তুমি বলো,গোলাপ ভালোবাসো;
আমি বলি, তবে শোনো—
কাঁটার মাঝে গড়ে রেখো,
স্নিগ্ধতার এক স্বর্ণভূমি।
তুমি হবে শিশিরভেজা,
আমি অধরে গোলাপ চুমি।
তুমি বলো, নদী ভালোবাসো;
আমি বলি, তবে বইও—
তোমার স্রোতে ভাসিয়ে নাও,
আমার সকল বাধার ঢেউ।
তুমি হবে কূলহীন নীলা,
আমি তোমার গভীর হরিণ চোখ।
তুমি বলো, চাঁদ ভালোবাসো;
আমি বলি, তবে জ্বলো—
আমার আঁধার রাত্রি জুড়ে,
রূপের স্নিগ্ধ সুধা ছড়িয়ে দাও।
তুমি হবে জোছনা-সঙ্গী,
আমি তোমার তপ্ত বুক।
ভালোবাসা শুধু শব্দ নয় ;
এ এক অনুভবের মেঘলা ভাষা।
বৃষ্টি, আকাশ, গোলাপ, নদী,
তোমাতে-আমাতে বাঁধা আশা।
ভালোবাসি যেন প্রতিটি শ্বাসে,
তুমি-আমি একসাথে চিরকাল থাকি।