**ভাইফোঁটা **
ডঃ উৎপল গিরি
ভাইফোঁটার এই শুভ দিনে
সাজছে সবাই নতুন ভীনে,
বোনের হাতে রাঙা ফোঁটা
ভাইয়ের মলিন মুখটা।
মিষ্টির বদলে মিষ্টি হাসি,
চোখে চোখে স্বপ্ন ভাসি।
মনে মনে লুকানো কষ্ট,
তবুও যেন মিষ্টি সৃষ্ট।
ভাই বলে, "তোমার সুখেই মোর সুখ,
ফোঁটা না হোক, মন থাকুক।"
বোনের হাতে তুলে দিয়ে ভালোবাসা,
মুছে যায় সব আঁধারের আঁকা।
বেকার ভাই, তার দুঃখে ভারী,
তবু ভাইফোঁটায় হাসি ধরে বাড়ি।
বোনের মুখে সুখের হাসি,
এই তো তার বড়ো আভাসি।
বন্ধনের এই পবিত্র দিন,
ভালোবাসা ছুঁয়ে যায় চিরকালীন।
বোনের মঙ্গল, ভাইয়ের মন,
ভাইফোঁটার দিনে মোদের অর্জন।