বেলাশেষে-------

ধূ ধূ বালুচরে বেঁধেছি ঘর,  
নোনা বাতাসে জড়ানো স্বপ্ন,  
সমুদ্রের বুকে জেগে ওঠে ঢেউ—  
নতুন কোনো ঠিকানার ডাক।  

পেছনে ফেলে আসা লেনাদেনা,  
স্মৃতির খেয়া ভাসে নীল জলে,  
অথৈ অতলে ডুবে যায় ক্লান্তি,  
তবু হৃদয়ে জ্বলে এক প্রতীক্ষার প্রদীপ।  

বেলাশেষে যদি তুমি আসো,  
চাঁদের আলোয় ভরে যাবে দু’চোখ,  
বুকের পাথর সরিয়ে দেবো আমরা,  
নীরব বুকে বাজবে অভিসারের গান।  

তুমি আসবেতো?  
এই সন্ধ্যা-সাগরের মৌন মিছিলে,  
যেখানে ঢেউ লিখে যায় অপেক্ষার কবিতা,  
যেখানে আলো আর ছায়া মিশে একাকার হয়?