🙏 বারুদের গন্ধ🙏
কলমে - ডঃ উৎপল গিরি।

'মা'গো এবার পুজোয়
বারুদের গন্ধ টুকু বাদ থাক!

ঢাকের বাদ্যি, শাঁখের ধ্বনি,
সানাইয়ের সুর টুকু সঙ্গে যাক।

সাদা নীলাম্বরী মেঘে
শিউলি,কাশ ফুলের রথে
তুমি এসো মা বঙ্গে।

লক্ষ্মী-সরস্বতী
কার্তিক - গণেশ
নিয়ে এসো সঙ্গে।

'মা' গো ঐ যে-
অবুঝ অসুর ভায়া
খড়গ হাতে করে তাড়া;

কথায় কথায় চালায় গুলি
'শ্বেতপদ্ম' দিও তুলি ;
শহরজুড়ে পড়ুক সাড়া।

ঐ যে সেদিন দেখলে না
এগরার বুকে, কত ছেলে-মেয়ে
হারালো তার 'বাবা-মা'কে !

তাই বলছি -----
'মা'গো এবার পুজোয়
বারুদের গন্ধ টুকু বাদ থাক!