বাংলা ভাষা

   ✍️ড. উৎপল গিরি

বাংলা আমার মাতৃভাষা,বাংলা আমার প্রাণ ;
বাংলা আমার চলার সাথী,বাংলা নাড়ী'  টান।
বাংলা আমার ভালোবাসা,অমৃত সুধায় ভরা ;
বাংলা আমার কাঁথা -শাড়ি,সর্বাঙ্গে রয়েছে মোড়া।
বাংলা তোমার জন্ম নিয়ে, জ্ঞানীদের বহু চল্  ;
ইন্দো- ইউরোপীয়-কেত্তম গর্ভে বিবর্তন' ঢল।
ভারতীয় আর্য ভাষা পথে তুমি প্রাকৃত অংশ;
মাগধী পেরিয়ে, বঙ্গ কামরূপীর অপভ্রংশ।
বাঙলা তোমার হৃদয় অলিন্দে সবুজের ছন্দ;
মানবতার কুসুম দোলায় পৃথিবী আজ জব্দ।
বাংলা তোমার নম্র কৃষ্টি  আনবে নতুন দৃষ্টি ;
হাজার ধান সিঁড়ির তীরে আনবে অন্নের বৃষ্টি।
বাংলা তোমার  ছন্দে ভরা একতারার ঐ সুর ;
তোমার গান ধুইয়ে দিবে বিশ্বপ্রেমের অসুর।
বাংলা মানে গঙ্গাসাগর,রবি ঠাকুরের তুলি ;
বাংলা তোমার চর্যাপদে,আমরা কখনো ভুলি !
বাংলা আমার রক্ত ঝরা, সহস্র বর্ষের গান।
প্রতিটি অক্ষরে লেখা আছে , বহু রক্তের ঐ দান।
বাংলা আমার নস্টালজি',প্রেমের ঠাকুর তুমি;
বাংলা শুধু শান্তির নীড়,বিবেকানন্দের ভূমি।
বাংলা আমার "অগ্নিবীনা",নালন্দা' ,মুর্শিদী হাট;
বাংলা আমার 'গীতাঞ্জলি','বর্ণপরিচয়' বাট।
বাংলা আমার অ-আ-ক-খ,জীবনের ধারাপাত;
বাংলা আমার ভাটিয়ালি,মুছে যাক জাতপাত।
বাংলা আমার ঘাম ঝরা,অমর কিষাণী মুখ ;
বাংলা আমার সাধারণ  ভিড়ে  পাওয়ার সুখ।
বাংলা প্রতিবাদ মুখর, সহনশীল উদার;
বাংলা আবার জাগ্রত বিবেক চেতনা অপার।
বাংলা আমার "রূপসী বাংলা", তথ্যে ভরা ধূম;
বাংলা এখন বিশ্বসেরা, উড়েছে এবার ঘুম।