"*বাঁচতে চাই বাঁচাতে চাই* "

✍️ *ডঃ উৎপল গিরি*

ধর্ষণ আজ আর.জি. কর.এ
ধর্ষণ আজ কামদুনি তে;
ধর্ষণ আজ সারাদেশে,
ভরেছে মানবতার খুনিতে।

মাদকদ্রব্য পাওয়া যায়
মুড়ি-মুড়কির দোকানে ;
তোমরা যত নেশায় মাতবে
অর্থ লুটবে শয়তানে।

স্বাধীনতার ভীষণ সাধ,
মেটায় খিদে, মেটায় না আশ।
  দিবারাত্রি খেটেই চলো;
ঘোরে চাকা, ঘুরে না পাশ ।

বিবেক-চেতনা ধর্ষিত হয়,
সওদাগরের বিচিত্র হাটে।
এরপরও শ্রমজীবী, বুদ্ধিজীবী
নামে না কো প্রতিবাদের বাটে।

আবার "চাই স্বাধীনতা"
"অত্যাচার মুক্ত শিক্ষা";
নতুন ভাবে গণআন্দোলনে
দিতে হবে তার দীক্ষা।

"বাঁচতে চাই, বাঁচাতে চাই"
এই হোক আমাদের মন্ত্র।
ভাঙবে ধনতন্ত্র, বদলাবে
অত্যাচারের শোষণ যন্ত্র।