'বহুমুখী নজরুল'
কলমে- ডঃ উৎপল গিরি
তুমি চপল প্রেমের
জীর্ণ কন্টক শয্যা ;
তুমি দুর্গম পথের 'কান্ডারী'
অশান্ত 'বেদুইন' এর মজ্জা।
তুমি মৃত্যুর সাথে
দিবারাত্রি করেছ পাঞ্জা;
তুমি শিকল ভাঙার খেলায়
শাসকের ক্রন্দনে কর মাঞ্জা।
তুমি 'বিদ্রোহী ভৃগু'
'মৃত্যুর চেয়েও ভয়ংকর'
তুমি বাষ্প-শকট গড়া
তাণ্ডব যোদ্ধা শংকর।
তুমিই দীপ্ত কন্ঠে শুধাও
'বল বীর, উন্নত মম শির'
তুমিই চল্ চল্ চল্ মন্ত্রে
এগিয়ে চলার অক্লান্ত বীর!
তাং -14/05/2023.(12.17am)