আমার ইচ্ছে গুলি
উৎপল গিরি

আমার ইচ্ছে গুলি হামাগুড়ি দেয়
শিশির ভেজা ঘাসে, সোনালী ধানের শীষে;
আমার ইচ্ছে গুলি হামাগুড়ি দেয়
শৈশবের রান্না-বাটি আর বর-বৌ এর পাশে।
আমার ইচ্ছে গুলি হামাগুড়ি দেয়
ঘুমপাড়ানি গানে, পাঠশালার ঐ পাঠে;
আমার ইচ্ছে গুলি হামাগুড়ি দেয়
ঘুড়ি ওড়ায় , কাবাডি -ফুটবল মাঠে।
আমার ইচ্ছে গুলি হামাগুড়ি দেয়
রং তুলির ঐ টানে,মন মাতানো গানে;
আমার ইচ্ছে গুলি হামাগুড়ি দেয়
সোনালী ধানের প্রাণে,মিঠেল রোদের টানে।
আমার ইচ্ছে গুলি হামাগুড়ি দেয়
হৃদয়ের দাবানলে পুড়ে, হিংসার ছোঁয়ায়;
আমার ইচ্ছে গুলি হামাগুড়ি দেয়
বেকারত্বের যন্ত্রণায়, অদৃশ্য  ছলনায়।
আমার ইচ্ছে গুলি হামাগুড়ি দেয়
বিজয়া দশমীতে রাবণের চিতা জ্বালাবার;
আমার ইচ্ছে গুলি হামাগুড়ি দেয়
ক্ষুধার্ত জঠরে খাদ্য-জল ঢালবার--- !