জ্ঞানী
দ্রুবরাজ
-------
এ ধরায় আজ সকলেই জ্ঞানী র বেশে ,
কর্মের নাই ঠিক ।
আমি জ্ঞানী হতে চাইনা সকল জ্ঞানী র ভিড়ে !
স্বাধীন ভাবে বাঁচতে চাই ,
সুস্থ ভাবে ফিরতে চাই মম নীরে ।
জ্ঞানী যিনি বিনয়ী তিনি -
তথা আজ জ্ঞানী ত ছদ্মবেশি ।
আমি জ্ঞানী হতে চাইনা সকল জ্ঞানী র ভিড়ে !
অশিক্ষা র সমাজে আজ অজ্ঞ রাই জ্ঞানী ,
সু শিক্ষার বানি বয়ে বিজ্ঞ রা হয় বলি ।
এ ধরায় আজ সকলেই জ্ঞানী , তথা মস্ত বড় পাঠক ;
শত শত বিজ্ঞ আজ , অজ্ঞানী র দুয়ারে খাচ্ছে ঠক ।
আমি জ্ঞানী হতে চাইনা সকল জ্ঞানী র ভিড়ে !
শিক্ষার নামে পাঠশালা তে চলছে হরদম ব্যাবসা ।
অদিক্ষার পিদ্দিম আজ ঘরে ঘরে জ্বলে ,