মানব জীবনের গতি
দ্রুবরাজ
====

যে মানব/মানবী জীবন থেকে বাস্তবতার -
চাদরে ডাকা রূপ টাকে চিনতে পারেনা ,
তাহারা জীবনের কিছুই শিখতে পারেনি !
এই বাস্তবতার রূপ বহু ।
বাস্তবতার এক রূপ মানুষকে হাসায় ,
অন্যথায় অন্য আরেক রূপ মানবে রে কাঁদায় ;
বাস্তব জীবনের এক রূপ মানুষকে মারাত্মক ভাবে ব্যতীত করে ।
আবার বাস্তবতার আরেক রূপ মানুষকে প্রায় পাগল করে দেয় !
কেউ বাস্তবতায় প্রকৃত হাসি হাসে ,
কেউ তথা বাস্তবতায় প্রকৃত হাসির আড়ালে দুঃখকে লুকিয়ে রাখে ;
অধিকন্তু এমন আছে ,
বাস্তবতার প্রকৃত হাসির আড়ালে আনন্দে ও কাঁদে ।

লেখাঃ ২৩/১২/২০১৮