অদ্ভুত জীবন
দ্রুবরাজ
-------

জীবনের তরে কত শিক্ষা নিয়েছি আমি ,
তবুও আজ আমি দুর্বল ।
সমাজ হতে কত শিক্ষা নিয়েছি আমি ,
তবুও আমি ভিত ।
বাস্তবতা আমায় শিখা-লো কি !
আজকের এই বাস্তব সমাজের দিকে তাকালে -
অস্থির হয়ে উঠি ।
কালের পরিবর্তন সমাজ হচ্ছে দুষিত ,
দুষিত সমাজের কিছু নষ্ট মানবের তরে -
বাস্তবতা আজ ধ্বংশে-র মুখে ।

লেখাঃ ৯-৫-২০২১