অমিক্রন ভাইরাস
দ্রুবরাজ
====

করোনা তুমি বারে বারে সাজো নব রূপে ,
নব সাজে এবার তুমি আসলে অমিক্রন রূপে ।
যাচ্ছে দিন কিবা ভুলে আসছে দিন নতুন রূপে-
প্রতিটি মুহূর্তে মৃত্যুভয়ে আতংকিত সকলের বুক ।
এ মৃত্যুর ভয়ের তরে গরম জলে-
লেবু দিয়ে চায়ের কাপে  দিচ্ছে চুমুক ।
করোনা ত ক্ষণে ক্ষণে নিচ্ছে নব রূপ ।
অদৃশ্য এক  অসুখ যারে চোখে যায়না দেখা-
অদেখা গুম হতে নিত্য
প্রতি প্রত্যুষে জেগে যে প্রত্যাশা নিয়ে চোখ খুলি
এই অদেখা অসুখে দমিত সকলেই ,
করোনা র তরে ঘরে হয়ে আছি বন্দি ।