তুমি কি অবগত নও
দ্রুবরাজ
====
যদি আমায় মনোমত মনে না করো ,
স্নেহের পাত্র যদি তোমাতে না হলাম ;
অত:পর তোমাকে কেনো ভালবাসলাম ?
তুমি কি অবগত নও ?
তুমি ছাড়া এ ধরা আমার কাছে শুধু মরুভূমি ।
আমার কাছে যদি না আসবে ,
যদি না ভালবাসবে ;
নিভে যাবে আমার পৃথিবীর আলো
জীবন টা হয়ে যাবে অন্ধকার ।
হৃদয় পরিনিত হবে কঠিন পাথরে -
সবাই হয়ে যাবে আবেগ হীন !
মিথ্যে হয়ে যাবে সকল ভালবাসা ।
থাকবেনা তখন আর তোমাকে কিছু বলার ,
মিথ্যে হয়ে যাবে আমার সকল স্বপ্ন ।
তখন আমি চিৎকার করে ধরণীর সকল মানুষকে বলবো ,
কেউ কাউকে ভালবেসো না ।
পরন্তু যাকে ভালবাসবে সে যদি তব
ভালবাসার মূল্য না বুঝলো
তাহলে ভালবেসে কি লাভ ?
কি দর আছে ঐ ভালবাসার ?
আমি সত্যিই বলছি
আমি তোমাকে ভালবাসি ,
শুধু তোমাকে ভালবাসি ।