নিষ্ঠুর ধরণীর মিথ্যে নেশায় পাগল সবে
দ্রুবরাজ
====
ভালোবাসা তাদৃশ একটা শব্দ যা সবে নাহি বুঝে,
স্নেহের প্রকৃত রসগ্রহণ সবাই নিতে নাহি পারে ;
এ ধরিত্রীর বুকে কিছু নাদান রয়েছে -
যারা তার মনের আবেগ লুকিয়ে নিরবে কষ্ট শয়েছে ।
প্রিয় মানুষের নিকট প্রেমের প্রস্তাব উপস্থাপন করতে বের্থ হয়েছে।
নিষ্ঠুর ধরিত্রীর অবুঝ ভালোবাসা হায় কেনো এমন ?
নিশি দিন , দিবা নিশি যে অশুভ যত খাদ্যের তৃপ্তির আশায় থাকে ,
তারাই আজ প্রকৃত প্রেমিক ।
তথা যে প্রেমিক প্রেমিকার আনমনা মনটাকে ,
চিকিৎসা দিয়ে প্রফুল্ল র করে তোলে ;
সে প্রেমিকের তরে প্রেমিকার বিবেকের টনক নাহি নরে !
লেখা ৩০/০৪/২০১৯