গন্তব্য একরাশ ক্লান্তি নিয়ে ঝিমোয়
ঘড়ির কাটা ঘোরার অপেক্ষায়
যাত্রী ভবঘুরে, বাউণ্ডুলে, বোহেমিয়ান পথিক
সময় পোড়ায় চায়ের দোকানে ধুম্রশলাকায়
বিরামহীন ঘোরে সময়ের কাটা
গন্তব্য আড়মোড়া ভাঙ্গে হুইসেল তুলে
যাত্রীও আড়মোড়া ভেঙ্গে হয় বেখেয়ালি পথিক
ফের ঘুরে আসে সময়ের ঘোড়া
হাই তুলে গন্তব্য কেঁপে ওঠে
বেখেয়ালি পথিকের খেয়াল জাগে চোখে
সময়ের শরীরে ভর করে হাটতে শুরু করে গন্তব্য
খেয়ালি চোখের যাত্রীর পা নামতা প্রতিযোগিতায় ব্যস্ত
সতেজ তাজা প্রাণ চরে বসে গন্তব্যের পিঠে
আবার কেউ নিস্তেজ হয়ে বাড়ে হাপিত্তেশ
সময় ছুটে যায় ফের
গন্তব্য ছুটে যায় গন্তব্যের পথে
ক্লান্ত যাত্রী গন্তব্য ছুতে যায়
কেউ কেউ পারে আবার কেউ কেউ পারেনা
কাটা ঘুরছে নতুন যাত্রীর অপেক্ষায়
গন্তব্য ছুটে গ্যাছে দূর-বহুদূর
সদ্য গন্তব্যভ্রষ্ট যাত্রী আধ হাত জিভ
বের করে হাপায়, আশ্বিনের কুকুরের মত।
সকাল ৯:০০টা
১৮-০২-১৮
কমলাপুর রেলস্টেশন, ঢাকা।