ভালো না থাকার শহর
আজও খোলেনি হাতকরা
যতই বাড়াই পা দায়মুক্তির পথে
ততই সরে যায় দূর থেকে আরো দূরে।
গন্তব্য হারায় ইচ্ছের পাখিরা! অনাকাঙ্ক্ষিত!!
আমি বরাবর অসুখেরই গন্ধ বিলোই।

সুখের ঘ্রানে ভেসে যাচ্ছে তোমার শহর
আমার বিষাদী নাসারন্ধ্রে ছড়ায়নি কখনো
তিব্র ক্ষরণেও আবেদন নেই মাতাল সময়গুলোর
উপেক্ষিত শরীর হৃদয় সাজায় বেদনার রঙে
কতোটা অনুনয়ে বুঝবে এ শহর?
কতোটা আকুলতায় মিলবে আরোগ্য নিকেতন?

এ শহর হয়তো প্রণয় বোঝে, প্রেম বোঝে না।

১৮-০৩-১৭ / রাত ২.০০ টা
হাসনাবাদ/ঢাকা।