যদিও শূণ্য শহরে একদিন
ছুটবে আমার স্বপ্নের প্রতিটি বাস
নাগরিক কোলাহলে যুক্ত আমার আরাম কেদারা...
পিচ ঢালা নদীর বুকে হস্তিযোদ্ধার পদচিহ্ন একে
ঝরের গতিতে আবার অতিথির আগমনে
ছুটবে আমার স্বপ্নের প্রতিটি বাস।
একগাদা কাগজ হাতে হকার নামে স্বপ্ন বিক্রি করে ফেরা
নগর ভুলেছে সবাই, ঝুলছে লোহার ঝুলন্ত হাতকরায়
জানালার ধুলোমাখা কাচে গাল চেপে দিয়ে নব স্বপ্ন সন্ধানে
ঝুলছে হাতে অবোলা সেলাই দিদিমণির টিফিন বক্স
চলছে স্বপ্নের বিশ্রামের খোজ
হঠাৎ হঠাৎ সম্বিত ফিরে পায় সব
কখনো পক্ষাঘাত বৃদ্ধের টলমল চোখে
হাত বাড়িয়ে বলায় "ভাত দে তোরা"
কখনো ফেরিকরা কর্কশ রসালো চিৎকার
"চুলকাবেন না, এখন চুলকালে ঘা-ই হয়"
কখনো কখনো যুব নাগরিকের মন কারে
কলেজগামী যাত্রী তরুণী।
কারো গভীর ঘুমের স্বর্ণকমল ধ্বসে পরে
কুৎসিত হেলপারের আবেদনে "শ্যামলী নামবার আছে"।
১৩ ফেব্রুয়ারি, ২০০৭
দুপুর ২ঃ২০
যাত্রীবাহি চলন্ত বাস/শ্যামলী
হানিফ পরিবহণ