অতঃপর
পূণ্য পৃথিবী নতজানু হয়
সুমনা নদীর কাছে।
বিশ্বাস কিংবা অবিশ্বাসের
বিষুবরেখার দ্বিপদী নিঃশ্বাসে।
সর্বনামের ব্যবধানে
অনুভূতির অনুসর্গের অবয়ব
উদাম নগ্নতায় ডানা ঝাপটায় নৈঃশব্দ্যে।
ভুল পাঠে আঙ্গুল চিড়ে নিখোঁজ হয়
হরতনের বিবি।
পাপে পরাভূত হয় পারফিউম।
কেড়ে নেয় টেক্কা, সদ্য শুকনো ঘাম।
১৯/০১/১৮ শুক্রবার
রাত ০৩:৫০,
বুড়িগঙ্গা, ঢাকা।