দু গাল ফুলে যাচ্ছে
মুখ ভরে যাচ্ছে স্যালাইভায়
ওয়াক থু!! করে ছুড়ে ফেলার মিছিলে
উৎসব করছে সবাই। সব্বাই।।
মানবিক দেয়াল ঢেকে আছে
হরেক রকমের দলা দলা স্যালাইভায়।
মিছিল বড় হচ্ছে লাশের!!
নানান রঙের, ঢংগের লাশ
হাত কাটা, ছিন্ন মস্তক
ধর্ষিত যোনিতে কাটা গাছের লাশ।
পতাকা ওড়ানো পোশাকগুলো
পারফিউম ছেড়ে লাশ চাইছে
গোনার জন্য সংখ্যা চাইছে।
মাফিয়ারা পড়াচ্ছে মানবিকতার পাঠ
প্রহসনকারী আওড়াচ্ছে সামাজিক শৃঙ্খলার বানি
টিভি পর্দায় গণনা হচ্ছে সংখ্যা
কটা হলো!!
সংখ্যা বাড়ছে, রক্ত বাড়ছে, লাশ বাড়ছে।
সবাই এখন সুগন্ধির বদলে রক্ত চায়।
স্বাদ নয় ঘ্রাণ চায়।
দু গাল ফুলে যাচ্ছে
মুখ ভরে যাচ্ছে স্যালাইভায়
ওয়াক থু!! করে ছুড়ে ফেলার মিছিলে
উৎসব করছে সবাই। সব্বাই।।
রাষ্ট্রীয় কোষাগারে উড়ছে হাওয়ার টাকা
যে কটা ছোয়া যায়, তাও অদৃশ্য কালো
কালিতে ছেয়ে আছে পিতার মুখ।
বার্ধক্যে প্রতিবন্ধী মন্ত্রী মৃত কাতল মাছের মত
পিতার মৃত্যু উৎসবের বাজেট নিয়ে ক্লান্ত।
সে আয়োজনে সমাজপতি সন্তানেরা গর্ব নিয়ে বলে
আমরা নেচে গেয়ে উদযাপন করছি তোমার শোক।
হাজার কোটি টাকা দিয়ে ফূর্তি জায়েজ করেছি
তোমার নামে।
দু গাল ফুলে যাচ্ছে
মুখ ভরে যাচ্ছে স্যালাইভায়
ওয়াক থু!! করে ছুড়ে ফেলার মিছিলে
উৎসব করছে সবাই। সব্বাই।।
আদর্শ লিপির গায়ে দলায় দলায় স্যালাইভা
ছাত্র-শিক্ষক সবাই ছুড়ছে, সব্বাই।
নৈতিকতা, ন্যায় পরায়নতার জানাজা শেষে
কালোটুপিতে মাথা বেধে থু থু ছেটাচ্ছে
মগজহীন গ্রাজুয়েট।
তারা পিতার পুচ্ছে কামড়ে দিতে ওস্তাদ।
আমার দু গাল ক্রমশ ফুলে যাচ্ছে
একদলা থুথু ফেলবো।
রাষ্টের ধর'এ অবাঞ্চিত সন্তানের মুন্ডটা ঢেকে দেব
একদলা স্যালাইভায়।
২১-১০-১৮
সকাল ০৬-২৩
সাড়িঘাট, কেরানিগঞ্জ, ঢাকা।