হঠাৎ হঠাৎ কেমন যেন ধমকে ওঠে মাথা
আবার কখনো সুই হয়ে চিরে বেরোতে চায়
এক রাতের নিশুতি হয়তো পরিত্যাক্ত আস্তাকুরে
খোজ করে ব্যাঙের শরীর ভোগি সর্পের
দুষ্টু জোছনায় বেহুলা হবে নিশুতি
নিশি চেখের মায়ায় হেরে যায় পরিত্যাক্ত রাক্ষস
শুধু জেগে থাকে এক মধ্য নিশুতির অপেক্ষা

১৯-১০-১৫
ফকিরাপুল/ঢাকা।