আমি এক উদ্ভট মস্তিষ্কের তাবোল প্রলাপ
কবিতার কারাগারে বন্দি থেকে থেকে আজ মুক্ত প্রকাশ

মস্তিষ্কে নিকোটিনের চাহিদায় কবির সিগারেট পুচ্ছে চুম্বন।
দোয়াতের কয়লা সমেত কালিতে ডুবোনা কলমের আচর।
অগণিত হোয়াইটপ্রিন্ট কাগজ টুকরোর অপচয়।
সাধু,চলিত ও কথিত ভাষার বন্ধনে কিছু অসমসত্ব মিশ্রণ।
অসংখ্য ঝাল, তেতো, পানসে অর্থের মাত্রায় বন্দি বাক্য
অসম্ভব বেরসিক বর্ণ, শব্দ ও বাক্যের অসাধু সমিকরণ
সহস্র মুহূর্ত সময়ের অস্বাভাবিক মৃত্যু.......

অতঃপর
কবিতার কারাগার থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত
আমি একটি পূর্ণাঙ্গ মুক্ত কবিতা।

২৪ জানুয়ারি, ২০০৪
রাত, ৩ঃ০০টা
বাংলাবাজার, কলকাতা।