কথা ছিল দাঁড়াবার, বসিবার, চলিবার!
মুখোমুখি!!
কথাতো এমনি ছিল!!
যদি স্বেচ্ছায় হেটে যাই
ব্লাক হোলের গর্ভাশয়ে
চির নিবাসী হই গারো নীল অন্ধকারে
তুমি হাত ধরে হেটে যাবে অবলিলায়।
কথাতো এমনই ছিল!
ঈশ্বরের সাজায় অগ্নিচরকের এক আসনে
যদি আমি বসি!
তবে অপর আসনে তুমিও বসবে।
ঐ অলৌকিক ঈশ্বরকে অবজ্ঞা করে
আমার ওষ্ঠ চুষে খাবে তোমার ওষ্ঠদ্বয়।
কথাতো এমনই ছিল!
অথচ, তুমি ঘুমিয়ে পড়েছো অবেলায়।
পূর্ণিমা শেষে সূর্যও সাতরে বেড়ায় ভিন গোলার্ধে।
তুমিও শয্যা সেরে নিভৃতির ভাগারে ছুড়ে ফেলেছো
মীমাংসিত প্রতিশ্রুতির পাণ্ডুলিপি।
১৮-১০-১৮
রাত ০২ঃ৩০
সাড়িঘাট, কেরানিগঞ্জ, ঢাকা।