ক্যামন আছো তুমি? কিরকম আছো?
ধরে নিচ্ছি, তুমি আছো সামুদ্রিক মাছের মত
অথবা, অন্তঃসত্ত্বা আগ্নেয়গিরির মুখে ফুটে থাকা মৃত্যু ফুলের মত
কিংবা, সাইবেরিয়ান শালিক অথবা মরুর ভালুকের মত
আচ্ছা, ক্যামন আছো তুমি? কিরকম আছো?
ধরে নিচ্ছি, বেনামি কোন গাছের মগডালে বসে থাকা বাসন্তী শকুনির মত
অথবা, নীল সাগরের বুকে বিশাল ডানার উড়ন্ত এলবার্টসের মত
কিংবা নেচে গেয়ে হেসে যাওয়া পাহাড়ি বিজু বালিকাটির মত।
সত্যি করে বলতো ক্যামন আছো তুমি? কিরকম আছো?
তুমি হয়তো সুগন্ধি পারফিউমের মত
মিসে যাচ্ছ বুক থেকে বুকে, হাত বদলে হাতে।
অথচ, জীবনের কাছে যুদ্ধবন্দী হয়ে আমি ঝুলে আছি বিষুবরেখায়।
একদিন হয়তো শহুরে পাখির মত উড়ে যাওয়ার চেষ্টা করবো
বেশ একটা গা-ভাসানো গোছের আরামের আকাঙ্ক্ষায়।
কিন্তু এ পরিত্যক্ত ডানায় আর কোন পরিশ্রমের শক্তি নেই।
অথচ, পাখিকে পরিশ্রম করেই উড়তে হয়।
০৪-০৩-১৯
সকাল- ০৬ঃ০০টা
বরিশাল সদর